বীরগাঁথার জন্য সম্মাননা পেলেন কুড়িগ্রামের জেলা প্রশাসক

বিভাস প্রতিবেদক:
কুড়িগ্রামের মুক্তিযোদ্ধাদের নিয়ে প্রামাণ্য গ্রন্থ ‘বীরগাঁথা’ প্রকাশের ক্ষেত্রে অনন্য অবদানের জন্য ‘সলিডারিটি সম্মাননা’ পেয়েছেন কুড়িগ্রামের জেলা প্রশাসক মোছা: সুলতানা পারভীন। বীরগাঁথায় কুড়িগ্রামের প্রায় ৩ হাজার মুক্তিযোদ্ধার হাতের ছাপসহ প্রায় ৫ হাজার মুক্তিযোদ্ধার পরিচিতি স্থান পেয়েছে। জেলা প্রশাসকের এই উদ্ভাবনী উদ্যোগের কারণে সম্প্রতি রংপুর বিভাগের শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত হন তিনি।
মঙ্গলবার রাতে কুড়িগ্রামের বেসরকারি সংস্থা সলিডারিটির ২৮ বছর পূর্তি উপলক্ষে জেলা প্রশাসককে এই সম্মাননা দেয়া হয়। সলিডারিটির নির্বাহী কমিটির সভাপতি আফরোজা বেগম রোজীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুড়িগ্রামের পুলিশ সুপার মহিবুল ইসলাম খান, পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আব্রাহাম লিংকন, মহিলা পরিষদের সভানেত্রী রওশন আরা চৌধুরী প্রমুখ।
সলিডারিটির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সকালে র‌্যালী, ক্রীড়ানুষ্ঠান, এবং রাতে কৃতি কর্মী সম্মাননা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

Facebook Comments
Share
  •  
  •  
  •  
  •  
error: Encrypted Content!