৪টি স্বর্ণপদক পাওয়া কুড়িগ্রামের এরশাদুলের অনন্য কৃতিত্ব

বিভাস প্রতিবেদক:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাস্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী কুড়িগ্রামের সন্তান এরশাদুল হক ৪টি স্বর্ণপদক পাওয়ার অনন্য গৌরব অর্জন করেছেন। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে মহামান্য রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ তাকে স্বর্ণপদকে ভূষিত করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫২তম সমাবর্তনে জননেতা আব্দুর রাজ্জাক স্মৃতি স্বর্ণপদক-২০১৭, অধ্যাপক মোস্তফা চৌধুরী স্বর্ণপদক-২০১৭ ও ডা. জালাল আলমগীর স্বর্ণপদক-২০১৮ লাভ করেন। পরে প্রভোষ্ট স্বর্ণপদক-২০২৮ বিজয় একাত্তর হল লাভ করেন তিনি।
মেধাবী মো: এরশাদুল হক কুড়িগ্রাম শহরের হাটিরপাড় এলাকায় ব্যবসায়ী নজরুল ইসলামের ছেলে। রিভারভিউ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও কুড়িগ্রাম সরকারি কলেজ থেকে এইচএসসি পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাস্ট্রবিজ্ঞান বিভাগে ভর্তি হন। এই বিভাগ থেকে অনার্স ও মাষ্টার্স-এ প্রথম শ্রেণিতে প্রথম স্থান লাভ করে তার মেধার স্বাক্ষর রাখেন।
এরশাদুল হকের স্বপ্ন শিক্ষকতা করা এবং ভবিষ্যতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে যোগদান করে জাতি গঠনে কাজ করা।

Facebook Comments
Share
  •  
  •  
  •  
  •  
error: Encrypted Content!