কুড়িগ্রামে ভকেশনাল শিক্ষার্থীদের নবীনবরণ ও বিদায়

বিভাস প্রতিবেদক:
কুড়িগ্রাম কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এর এসএসসি (ভকেশনাল) শিক্ষার্থীদের নবীনবরণ ও বিদায় অনুষ্ঠান বুধবার টিটিসির সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
সহকারী জেলা শিক্ষা অফিসার মোফাজ্জল হোসেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন কাঁঠালবাড়ী ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আব্দুল খালেক ফারুক, জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক হামিদুল ইসলাম।
কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ আইনুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রধান প্রশিক্ষক শফিকুল ইসলাম, প্রশিক্ষক আল ইমরান ও ফরহাদ হোসেন, বিদায়ী শিক্ষার্থী আল মামুন, নবাগত শিক্ষার্থী সুমাইয়া আক্তার প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা দেশের উন্নয়নে কারিগরী শিক্ষার গুরুত্ব আরোপ করে কারিগরি শিক্ষার্থী গ্রহন করে দেশে ও বিদেশে নিশ্চিত কর্মসংস্থানের সুযোগ গ্রহন করার পরামর্শ দেন।

Facebook Comments
Share
  •  
  •  
  •  
  •  
error: Encrypted Content!