কুড়িগ্রামের বই মেলা- কুড়িগ্রামের লেখক

সুজন মোহন্ত: বছর ঘুরে আবারও এলো মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস । সারাদেশের মতো কুড়িগ্রামে দিবসটিকে ঘিরে নানা কর্মসূচি পালিত হচ্ছে । দিবসটি উপলক্ষ্যে কুড়িগ্রাম জেলার বিজয়স্তম্ভ চত্বরে গতকাল থেকে শুরু হয়েছে ৩ দিনের বই মেলা ।এবারের বই মেলা শিশু নিকেতন মাধ্যমিক বিদ্যালয় মাঠের পরিবর্তে বিজয়স্তম্ভ চত্বরে হওয়ায় মেলায় আসা আগত ক্রেতা ও দর্শনার্থীরা বেশ স্বাচ্ছন্দবোধ করছে । কেননা,প্রশস্ত জায়গা থাকার ক্রেতা ও দর্শনার্থীদের সমাগম বেশি দেখা যাচ্ছে । কুড়িগ্রামের এবারের বই মেলায় গতবছরের চেয়ে কুড়িগ্রামের লেখকদের বই চোখে পরার মতো । বইমেলার ৪০টি স্টলেই এবার কুড়িগ্রাম জেলার লেখক ও কবিদের বই বেশি পাওয়া যাচ্ছে । এরমধ্যে- সাংবাদিক আব্দুল খালেক ফারুক,ছানালাল বকসী,বাদশাহ সৈকত,প্রভাসক মঞ্জুরুল আলম,তরুণ লেখক তাজওয়ার রিজন,সেলিম সেতু,হেলাল জাহাঙ্গীর,মামুন অর রশীদ এর বইগুলো বেশি চোখে পড়ছে । কুড়িগ্রাম বইমেলায় কুড়িগ্রামের কয়েকজন লেখকের সাথে কথা বলে জানা যায় ,কুড়িগ্রামের মানুষ তাদের নিজ জেলার সন্তানদের বই পড়তে বেশি উৎসাহিত বোধ করছে । কুড়িগ্রাম সরকারি কলেজ এর রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাসক মঞ্জুরুল আলম তার নতুন বই কাঠের শহর সর্ম্পকে বলেন,এই বইটি আমাদের আধুনিক সমাজের নারী,সমাজের সম্পর্ক,প্রতিবেশীদের সাথে ভাববিনিময় ইত্যাদি বিষয় তুলে ধরা হয়েছে । হেলাল জাহাঙ্গীর তার কাব্যগন্থ প্রেম বৃক্ষের ফল ও সাংবাদিক আব্দুল খালেক ফারুক’র কবিতার বই শব্দহীন প্রলাপ প্রকাশিত হয়েছে । বইটিতে আধুনিক ও চিরাচরিত সমাজ ব্যবস্থার প্রেমের সম্পর্ক ও ভালোবাসা নিয়ে লেখা রয়েছে । মামুন অর রশীদ এর বই ঘুন এ রয়েছে আমাদের সমাজের নানান অসংগতি গুলো ও তার পরিত্রানের বিষয় । ড.মোঃ এরশাদুল হক এর বই নিদান কালের বান্ধব এ রয়েছে আমাদের ভাওয়াইয়া ভাস্কর ভূপতি ভূষন বর্মার সংবর্ধনা নিয়ে লেখা । এবারের বই মেলায় সেলিম সেতুর নতুন একটি ইংরেজি চর্চা সম্পর্কে বই English for Life প্রকাশিত হয়েছে । তরুন লেখক তাজওয়ার রিজন এর কাব্যগ্রন্থ পরাধীন কবিতা প্রিয় তোমাকে দেবো না প্রকাশিত হয়েছে । সবমিলিয়ে কুড়িগ্রামের লেখকদের বইয়ে জমে উঠেছে এবারের বইয়ের আসর । ৩দিনের বই মেলা আগামী ২৩ ফ্রেবুয়ারী সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে ।

Facebook Comments
Share
  •  
  •  
  •  
  •  
error: Encrypted Content!