কুড়িগ্রাম বইমেলার মেয়াদ বাড়ল ৩ দিন

সাজেদুল করিম: কুড়িগ্রামে একুশে বইমেলার মেয়াদ আরো তিন দিন বাড়ানো হয়েছে। ফলে মেলা চলবে আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত।  প্রায় প্রতিবছর একুশে বইমেলা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত কুড়িগ্রাম শিশু নিকেতনের মধ্যে অনুষ্ঠিত হলেও এবার শিশু নিকেতনের বিভিন্ন উন্নয়নমূলক কাজ চালু থাকায় সেখানে সম্ভব হয়নি এবার। স্থান পরিবর্তন করে নেয়া হয়েছে কুড়িগ্রাম জেলা স্টেডিয়ামের পাশে। গত ২১ ফেব্রুয়ারি এই বইমেলা উদ্বোধন করেন জেলা প্রশাসক জনাব মোছাঃ সুলতানা পারভীন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মহিবুল ইসলাম খান। আরো উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। ৪০ টিরও বেশি প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে এবারের বই মেলায। প্রতিটি স্টলে থাকছে নতুন-পুরোনো বিভিন্ন রকমের বই। একুশে বইমেলা উদ্বোধনের পর থেকেই পাঠকেরা ভিড় জমাচ্ছেন এসব বইয়ের স্টলে। কিনছেন তাদের পছন্দের বইগুলো। বিশেষ করে পাঠকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে স্থানীয় কবি-লেখকদের বইগুলো। সম্প্রতি ব্যাপক সাড়া ফেলেছে আব্দুল খালেক ফারুকের লেখা “শব্দহীন প্রলাপ” এবং আবু জোবায়ের আল মুকুলের লেখা “কুড়িগ্রামের সাতকাহন”। মেলায় পাঠকদের বিশ্রামের জন্য রয়েছে বিশ্রামাগার। মেলার পরিবেশ রক্ষার্থে রয়েছে নিরাপত্তা বাহিনী। উদ্বোধন ও মেলা পরিদর্শন শেষে আমন্ত্রিত অতিথিরা অমর একুশের চেতনাকে বুকে ধারণ করে স্বাধীনতার বিজয় স্তম্ভ মঞ্চে এসে নিজেদের অভিব্যক্তি প্রকাশ করেন। আলোচনা ও মতবিনিময় সভা শেষে একুশের চেতনায় অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।২৩ ফেব্রুয়ারি মেলার মঞ্চে ভাষার মাসে ভাষার কবিতা শীর্ষক এক আবৃত্তি অনুষ্ঠান হয়। এতে স্থানীয় ও ঢাকার আবৃত্তি শিল্পী ছাড়াও দলগতভাবে আবৃত্তি পরিবেশন করেন ‘কথক’ নাগেশ্বরী।

Facebook Comments
Share
  •  
  •  
  •  
  •  
error: Encrypted Content!