কুড়িগ্রামে তিনগুন দামে মিলছে মাস্ক !

সুজন মোহন্ত: চীন,কোরিয়া,জাপান,ভারতসহ বিশ্বের অন্যান্য দেশের পর বাংলাদেশেও ধরা পড়েছে করোনা ভাইরাস । বাংলাদেশে ৩ জন করোনা ভাইরাসে আক্রান্তের খবর ছড়িয়ে পড়তেই বাংলাদেশে চাহিদা বেড়েছে মাস্কের । যদিও বিশেষজ্ঞরা বলছে মাস্ক ব্যবহারে ঝুঁকি রয়েছে তারপরও দেশের জনগন নিজেকে সর্তক রাখতে ব্যবহার করছে মাস্ক । মাস্ক ব্যবহার সবখানে বৃদ্ধি পাওয়ার ফলে এর চাহিদাও বেড়েছে । একশ্রেণির ব্যবসায়ী এটিকে পুঁজি করে সুযোগ বুঝে নানা জায়গায় বাড়তি দাম নিচ্ছেন মাস্কের । কুড়িগ্রামেও মাস্কের দাম বৃদ্ধি পেয়েছে। দাম বৃদ্ধি পেলেও অনেক দোকানে ইতোমধ্যে সব মাস্ক বিক্রি হয়ে যাওয়ারও খবর মিলেছে। সোমবার (৯ মার্চ) সকাল থেকেই বিভিন্ন দোকান ঘুরে দাম বৃদ্ধির বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। জানা যায়, বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩ জন। এমন সংবাদেই রোববার (৮ মার্চ) বিকেল থেকেই হঠাৎ করেই মাস্ক বিক্রি বেড়ে যায়। ব্যবসায়ীদের অভিযোগ, রাজধানী ঢাকায় মাস্কের দাম বৃদ্ধি পাওয়ায় কুড়িগ্রামে ঠিকমতো মাস্কের যোগান দেওয়া সম্ভব হচ্ছে না। ফলে দাম বৃদ্ধি পেয়েছে। এছাড়া, করোনার আতংকে অনেকেই প্রয়োজনের অতিরিক্ত মাস্ক কিনছেন। ফলে দাম বৃদ্ধি পেয়েছে। জেলার কালীবাড়ি বাজার সংলগ্ন ব্যবসায়ী আকবর আলী মাসিক বিভাসকে বলেন,” মাস্কের চাহিদা বৃদ্ধি পাওয়ায় মাস্ক পাওয়া যাচ্ছে না। ফলে দ্বিগুণ দামে মাস্ক কিনতে হচ্ছে।” এদিকে মাস্ক কিনতে আসা ক্রেতাগন অভিযোগ করে জানান, ব্যবসায়ীরা ২০ টাকার মাস্ক ৫০ টাকা ও ৪০ টাকার মাস্ক ১১০-১২০ টাকাসহ গুণগত মান অনুযায়ী বিভিন্ন মাস্ক দ্বিগুণ থেকে তিনগুণ দামে বিক্রি করছেন। এ বিষয়ে কুড়িগ্রাম জাতীয় ভোক্তা অধিকারের হস্তক্ষেপ আশা করছেন সাধারণ মানুষ ।

Facebook Comments
Share
  •  
  •  
  •  
  •  
error: Encrypted Content!