বাল্যবিয়ে প্রতিরোধে কুড়িগ্রামে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

বিভাস প্রতিবেদক:
‘‘পরিবার বা সমাজ নয় যুবকরাই পারে সুন্দর সৃষ্টিশীল জাতি গড়তে’’ এই প্রতিপাদ্যে কুড়িগ্রামে জেলা প্রশাসন ও বেসরকারি সংগঠন আরডিআরএস বাংলাদেশ’র বিল্ডিং বেটার ফিউচার ফর গার্লস প্রকল্পের উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০মার্চ) সকালে জেলা প্রশাসক ক্যাম্পাসে অবস্থিত উদগিরণ চত্বরে অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতার সেমিফাইনাল পর্বে রাজারহাট উপজেলার চান্দামারী দ্বিমূখী উচ্চ বিদ্যালয় ফুলবাড়ী উপজেলার কুটিবাড়ি মডার্ণ উচ্চ বিদ্যালয়কে পরাজিত কওে বিজয়ী হয়। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয় বিজয়ী স্কুলের প্রধান বিতার্কিক সুমাইয়া আক্তার রুনা।
বিতর্ক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোছা: সুলতানা পারভীন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জিলুফা সুলতানা, জেলা শিক্ষা অফিসার শামসুল আলম, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অধ্যক্ষ রাশেদজ্জামান বাবু, প্লান ইন্টারন্যাশনালের প্রজেক্ট ম্যানেজার নজরুল ইসলাম চৌধুরী, বিবিএফজি প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

Facebook Comments
Share
  •  
  •  
  •  
  •  
error: Encrypted Content!