কুড়িগ্রামে ১০টাকায় ওএমএস’র চাল বিক্রি শুরু সাধারণ মানুষের উপচে পড়া ভীড়

বিভাস প্রতিবেদক
করোনা ভাইরাস মোকাবেলায় কুড়িগ্রামে সরকারের ১০টাকায় ওএমএস এর চাল বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। রোববার সকাল ১০টায় অনানুষ্ঠানিকভাবে একযোগে জেলা সদরের পৌর এলাকার ১০টি পয়েন্টে এ চাল বিক্রির কার্যক্রম শুরু হয়। এই কার্যক্রম শুরু হওয়ার পর থেকেই প্রতিটি পয়েন্টে দেখা গেছে সাধারণ মানুষের উপচে পড়া ভীর। অনেকে সামাজিক দুরত্ব বজায় না রেখে চাল সংগ্রহ করেছেন। সকাল ১১টার দিকে কুড়িগ্রাম বাস টার্মিনাল এলাকায় গিয়ে দেখা গেছে, কয়েশ লোক খোলা বাজারের চাল কিনতে ভিড় করছে। পুরুষ ও নারীরা আলাদা লাইনে গাদাগাদি করে দাঁড়িয়ে আছে। দুপুর ১টার দিকে ঘোষপাড়া এলাকায় আর একটি বিতরণ কেন্দ্রে অবশ্য পুলিশের সহায়তায় সামাজিক দূরত্ব বজায় রেখে চাল বিক্রি করতে দেখা গেছে।
জেলা খাদ্য বিভাগ সূত্র জানায়, প্রথম দফায় দৈনিক ১০ মে.টন চাল বরাদ্দ দেয়া হয়েছে এবং কার্যক্রম চলবে সপ্তাহে রবি, মঙ্গল ও বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। রোববার পৌরসভা সংলগ্ন মাহবুবার রহমান ডিলারের মাধ্যমে চাল বিক্রি পয়েন্টের তদারকিতে উপস্থিত ছিলেন জেলা খাদ্য নিয়ন্ত্রক মিজানুর রহমান, সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রকসহ খাদ্য বিভাগের লোকজন।

Facebook Comments
Share
  •  
  •  
  •  
  •  
error: Encrypted Content!