ফুলবাড়ী প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ী সদরে হরিমতি (৫৮) নামের এক নারীর জ্বর, হার্টের ব্যথা ও শ্বাসকষ্টে মারা যাওয়াকে কেন্দ্র করে এলাকায় করোনা আতংক রিবাজ করছে। স্বাস্থ্য বিভাগ ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দিয়েছে পরিবারটিকে।
স্থানীয় মনোরঞ্জন ও ভারত মাষ্টার জানান, ফুলবাড়ী সদর ইউনিয়নের মধ্য কুটিচন্দ্রখানা গ্রামের মৃত বীরেন্দ্র নাথ রায়ের স্ত্রী প্রায় ৬ মাস থেকে হার্টের রোগসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। বুধবার তাকে উন্নত চিকিৎসার জন্য লালমনিরহাটের একটি প্রাইভেট ক্লিনিকে দুপুরে নিলে ডাক্তার তাকে দেখে অন্যত্র চিকিৎসা নেওয়ার পরামর্শ প্রদান করেন। পরে তাকে বাড়িতে আনলে রাত ১১টার দিকে মারা যান তিনি।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার শামসন্নাহার জানান, মূলত তিনি এ্যাজমা রোগে ভুগছিলেন। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে সেখানে মেডিকেল টিম পাঠানো হয়। তখন তার স্বজনেরা তাকে শ্মশানে নিয়েছে। ফলে নমুনা সংগ্রহ করা সম্ভব হয় নাই। ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মাছুমা আরেফিন জানান,ওই মহিলার পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।
ফুলবাড়ীতে এক মহিলার মৃত্যু পরিবার কোয়ারেন্টিনে
Facebook Comments
Share