৬ জনের নমুনাই নেগেটিভ ,কুড়িগ্রামে এখনও করোনাভাইরাস শনাক্ত হয়নি

বিভাস প্রতিবেদক:
কুড়িগ্রাম জেলায় এখনও করোনাভাইরাস রোগী শনাক্ত হয়নি। বৃহস্পতিবার আরো ৩ জনের নমুনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। সবার বাড়ি চিলমারীতে। এর আগে বুধবার আরো ৩ জনের নমুনা পরীক্ষা ফল নেগেটিভ আসে।
বৃহস্পতিবার সকালে করোনা উপসর্গের আরো ৯জনের নমুনা পরীক্ষার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে রৌমারীর পাঁচজন, রাজারহাটের দুইজন, নাগেশ্বরী ও ভুরুঙ্গামারীর একজনের নমুনা রয়েছে। এ নিয়ে জেলায় ২৫ জনের নমুনা সংগ্রহ করে পাঠানো হলো। এদের সবাইকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে বলে সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান জানিয়েছেন।
তিনি আরো জানান, করোনা ভাইরাস সংক্রমণ রোধে গত ২৪ ঘন্টায় আরো ৪০ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এরা সবাই ঢাকা থেকে এসেছেন। এছাড়া চিকিৎসা ও নমুনা সংগ্রহের জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেয়া হয়েছে।

Facebook Comments
Share
  •  
  •  
  •  
  •  
error: Encrypted Content!