রাজারহাটে জ্বর ও শ্বাসকষ্টে ৮মাসের শিশুর মৃত্যু ॥ ২ বাড়ি লকডাউন

রাজারহাট প্রতিনিধি:
কুড়িগ্রামের রাজারহাটে সর্দি-জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে ৮ মাসের কন্যা সন্তানের মৃত্যু হওয়ায় ২টি বাড়ি লকডাউন করে দিয়েছে পুলিশ।
জানা গেছে, উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের পশ্চিম দেবত্তর পাগলার দরগা গ্রামের হবিবর হোসেনের নাতনি আয়শা খাতুন (৮মাস) জ্বর ও শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নানার বাড়িতে মারা যায়। রাজারহাট স্বাস্থ্য কমপ্লেক্্েরর মেডিকেল টিম ও রাজারহাট থানা পুলিশ ঘটনাস্থলে যায়। স্বাস্থ্য বিভাগ মৃত আয়শা খাতুন ও তার নানি আলিখা বেগম (৫৫)এর নমুনা সংগ্রহ করে।
রাজারহাট স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মাশরুহুল হক জানান, ২০দিন আগে শিশুটির মামা নারায়ণগঞ্জ থেকে বাড়িতে এসেছে। তিনি অসুস্থ ছিলেন না। শিশু আয়শা বেশ কিছুদিন ধরে সর্দি-জ্বরে ভুগছে। ধারণা করা হচ্ছে, শিশুটি মারা যাওয়ার আগে খাবার শ্বাসনালিতে আটকে গিয়েছিলো। তারপরও শিশুটি ও তার নানির নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এদিকে এ ঘটনা নিয়ে হবিবর মিয়া ও তার প্রতিবেশী আব্দুস সালামের বাড়ি লকডাউন করে দেয় পুলিশ।

Facebook Comments
Share
  •  
  •  
  •  
  •  
error: Encrypted Content!