কুড়িগ্রামে ৫ শতাধিক কর্মহীনদের মাঝে রেড ক্রিসেন্ট সোসাইটির খাদ্য সামগ্রী বিতরণ

বিভাস প্রতিবেদক:
প্রাণঘাতি করোনা ভাইরাসের কারণে কর্মহীন ৫ শতাধিক ব্যক্তিদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকাল এগারটায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে শহরের রিভারভিউ উচ্চ বিদ্যালয় মাঠে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।


বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি, জেলা পরিষদ চেয়ারম্যান ও রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারপারসন মো: জাফর আলী, সেক্রেটারী আমিনুল ইসলাম মঞ্জু মন্ডল, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু, মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম টুকু, আখতার হোসেন চিনু, শেখ বাবুল, সাঈদ হাসান লোবান প্রমুখ।
বিতরণ অনুষ্ঠানে কর্মহীন মুক্তিযোদ্ধা, রিক্সা-ভ্যানচালক ও দুস্থদের মাঝে সাড়ে ৭ কেজি চাল, এক কেজি করে ডাল, তেল, লবন, চিনি ও ৫শ’ গ্রাম করে সুজি বিতরণ করা হয়।

Facebook Comments
Share
  •  
  •  
  •  
  •  
error: Encrypted Content!