কুড়িগ্রামের নাগেশ্বরীতে আদালতের নির্দেশে ১৯দিন পর মরদেহ উত্তোলন

নাগেশ্বরী প্রতিনিধি:
কুড়িগ্রামের নাগেশ্বরী সরকারি কলেজের ফিন্যান্স এ্যান্ড ব্যাংকিং বিভাগের বিভাগীয় প্রধান আব্দুর রশিদের মরদেহ ১৯ দিন পর কবর থেকে উত্তোলন করেছে প্রশাসন। তাকে ওই উপজেলার বালাটারী গ্রামে দাফন করা হয়েছিলো। মঙ্গলবার বেলা ১২টার দিকে নাগেশ্বরী থানা পুলিশ একজন ম্যাজিষ্ট্রেট এর উপস্থিতিতে মরদেহ উত্তোলন করেন। এসময় গ্রামের হাজার হাজার উৎসুক জনতা সেখানে ভীড় জমায়।
স্থানীয়রা জানান, আব্দুর রশীদ দ্বিতীয় বিয়ে করেন কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলায়। নিহতের দিন তিনি তার ২য় স্ত্রীর সঙ্গে দেখা করতে যান ফুলবাড়িতে। সেখানে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। পরে ময়না তদন্ত ছাড়াই লাশ দাফন করা হয়। পরে এ ঘটনায় নিহতের ভাই বাদি হয়ে একটি হত্যা মামলা করলে আদালত আব্দুর রশিদের লাশ উত্তোলন করে ময়না তদন্তের জন্য নির্দেশ দেয়।
নাগেশ^রী থানার ওসি রওশন কবীর জানান, পুলিশ আদালতের নির্দেশ অনুযায়ী মঙ্গলবার কবর থেকে লাশ উত্তোলন করে।

Facebook Comments
Share
  •  
  •  
  •  
  •  
error: Encrypted Content!