কুড়িগ্রামে নদ-নদীর পানি বাড়ছে নিচু এলাকা প্লাবিত

বিভাস প্রতিবেদক:
উজানের ঢলে কুড়িগ্রামে ধরলা, তিস্তা, ব্রহ্মপুত্র ও দুধকুমারসহ সবকটি নদ-নদীর পানি বাড়ছে। ধরলা নদীর পানি গত ২৪ ঘন্টায় অস্বাভাবিক হারে বৃদ্ধি পাওয়ায় নদীর অববাহিকার চরাঞ্চলের নিচু এলাকা প্লাবিত হয়েছে। এসব এলাকার গ্রামীণ সড়ক ডুবে গেছে। নিমজ্জিত হয়েছে পাট, ভুট্রা, সবজি ক্ষেত ও বীজতলা। কয়েকটি এলাকায় নদ-নদীর ভাঙন বেড়েছে। রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের কামারপাড়ায় ধরলার ভাঙনে বুধবার দুটি বাড়ি বিলীন ও আরো ৮টি বাড়ি হুমকির মুখে পড়েছে। এছাড়া সদর উপজেলার সারডোব এলাকার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ধবস দেখা দিয়েছে বলে জানিয়েছেন স্থানীয় ইউপি সদস্য বাকিনুর রহমান। রাজারহাটের ছিনাই ইউনিয়নের জয়কুমরে কাঁচা রাস্তা, সবজি ও পাটক্ষেত ডুবে গেছে।
পানি উন্নয়ন বোর্ড সুত্র জানায়, গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা) ধরলায় ১১৪ সেন্টিমিটার, তিস্তায় ১০ সেন্টিমিটার,দুধকুমারে ৯ সেন্টিমিটার ও ব্রহ্মপুত্রে ১১ সেন্টিমিটার পানি বেড়েছে।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো: আরিফুল ইসলাম জানান, পানি বাড়লেও আপাতত বিপৎসীমা অতিক্রমের সম্ভাবনা নেই। ভাঙন প্রবণ এলাকাগুলো মনিটরিং করা হচ্ছে।

Facebook Comments
Share
  •  
  •  
  •  
  •  
error: Encrypted Content!