কুড়িগ্রামে নদী রক্ষায় গোল নৌকা বৈঠক

বিভাস প্রতিবেদক:
নদী অধিকার দিবস ২০২০ উপলক্ষে সোমবার দুপুরে কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার পাঠানহাট মাদ্রাসা মাঠ সংলগ্ন চাকিরপশার নদীর পারে গোল নৌকা বৈঠকের আয়োজন করে রিভারাইন পিপল ও গণ কমিটির সমন্বয়ে গঠন করা চাকিরপশার নদী সুরক্ষার কমিটি।
‘নদী বাঁচাও, কৃষি বাঁচাও, মৎসজীবী বাঁচাও’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাকিরপশার নদী সুরক্ষা কমিটির আহ্বায়ক খন্দকার আরিফ। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চাকিরপশার সুরক্ষা কমিটির সমন্বয়ক ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক ড. তুহিন ওয়াদুদ। আলোচনায় অংশ নেন সুরক্ষা কমিটির সদস্য সচিব তারেক আহমেদ, গণ কমিটির জেলা আহ্বায়ক জাকির হোসেন, রিভারাইন পিপলের সংগঠক সঞ্জয় চৌধুরী, গজেন্দ্রনাথ রায়, সিরাজুল ইসলাম মুকুল, লিপি বেগম প্রমুখ।
ড. তুহিন ওয়াদুদ বলেন ‘সারাদেশে যত নদী দখল দূষণের শিকার সেগুলোকে রক্ষা করতে হবে। প্রভাবশালী কিংবা রাজনৈতিক পরিচয়েও যেন কেউ নদীর প্রতি অত্যাচার করতে না পারে। সরকারিভাবে যারা নদী ধ্বংসের সাথে জড়িত তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। চাকিরপশার নদী প্রসঙ্গে তিনি বলেন ‘জাতীয় নদী রক্ষা কমিশন দখল উচ্ছেদ, অবৈধ লিজ বাতিলের যে নির্দেশনা দিয়েছে তা অবিলম্বে কার্যকর করতে হবে।’
বক্তারা বলেন , ‘চাকিরপশার নদীর পানিপ্রবাহ বন্ধ করে রাস্তা বানানোর কারণে হাজার হাজার একর জমির ফসল নষ্ট হয়। জাল যার জলা তার বলা হলেও অনেক নদীতে জাল ওয়ালারা নদীতে নামতে পারে না

Facebook Comments
Share
  •  
  •  
  •  
  •  
error: Encrypted Content!