কুড়িগ্রামে বিপৎসীমার উপরে ব্রহ্মপুত্রের পানি

বিভাস প্রতিবেদক:
কুড়িগ্রামের ব্রহ্মপুত্র নদের পানি বিপৎসীমার ৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে এই নদের অববাহিকার প্রায় দেড় শতাধিক চরের নিচু এলাকা নতুন করে প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে অন্তত ৩০ হাজার মানুষ।
কুড়িগ্রাম সদর, নাগেশ্বরী, উলিপুর, চিলমারী, রৌমারী ও রাজীবপুর উপজেলার বেশ কিছু চরের নিচু এলাকায় রোপন করা সব আমন ক্ষেত এখন পানির নিচে। এসব এলাকার রাস্তা নিমজ্জিত হওয়ায় বিচ্ছিন্ন হয়েছে অনেক এলাকার যোগাযোগ। এসব এলাকার বেশ কিছু ঘরবাড়িতে পানি ঢুকেছে।
কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী জানান, ব্রহ্মপুত্রের পানি বৃদ্ধি পাওয়ায় এই এ ইউনিয়নে দেড় হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। নিচু এলাকার সব ফসল এখন পানির নিচে।
বন্যা পরিস্থিতির উন্নতি হবে জানিয়ে কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের উপ বিভাগীয় প্রকৌশলী মাহমুদ হাসান জানান, ধরলা, তিস্তার মতো ইতোমধ্যে ব্রহ্মপুত্রের পানি কমতে শুরু করেছে। আগামী দু’একদিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে তারা আশা করছেন।

Facebook Comments
Share
  •  
  •  
  •  
  •  
error: Encrypted Content!