কুড়িগ্রামে ৭৮টি স্থানে একযোগে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ

বিভাস প্রতিবেদক:
কুড়িগ্রামের ৭৮টি স্থানে একযোগে ‘নিরাপদ নারী নিরাপদ দেশ, সুখী সমৃদ্ধ বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে নিয়ে নারী র্ধষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান। এছাড়া কুড়িগ্রাম পৌর এলাকা মোঘলবাসা ইউনিয়নে সমাবেশে জেলা পরিষদের চেয়ারম্যান মো: জাফর আলী বক্তব্য রাখেন। অন্যান্য সমাবেশে পুলিশ কর্মকর্তা ও ইউপি চেয়রম্যান ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বক্তব্য দেন। সমাবেশগুলো ফেসবুক লাইভের মাধ্যমে সরাসরি প্রচার করা হয়।
সমাবেশেগুলোতে স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও বিপুল সংখ্যক নারী অংশগ্রহন করেন। এসব সমাবেশে ধর্ষণ ও নারী নির্যাতন রোধে জনসচেতনা বাড়ানোর উপর গুরুত্বারোপ করা হয় এবং যে কোন ঘটনা তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানোর জন্য অনুরোধ জানানো হয়।

Facebook Comments
Share
  •  
  •  
  •  
  •  
error: Encrypted Content!