কুড়িগ্রামের নাগেশ্বরী পৌরসভায় আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী ফাকু নির্বাচিত

নাগেশ্বরী প্রতিনিধি:
কুড়িগ্রামের নাগেশ্বরী পৌরসভায় আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী মোহাম্মদ হোসেন ফাকু বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ১১ হাজার ৯৭৪ ভোট, তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি জাতীয় পার্টির মো: আব্দুর রহমান পেয়েছেন ৯৩০৭ ভোট।
এছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থী মো. রফিকুল ইসলামের হাতপাখা প্রতীক পেয়েছে ৬ হাজার ৮শ ৭১ ভোট, আ’লীগ প্রার্থী ফরহাদ হোসেন ধলু সওদাগরের নৌকা প্রতীক পেয়েছে ৫ হাজার ৭শ ২৬ এবং বিএনপির ধানের শীষ প্রতীকের শহিদুল ইসলাম পেয়েছেন ৮শ ৯ ভোট।
এ পৌরসভায় নয়টি ওয়ার্ডে কেন্দ্রের সংখ্যা ২২টি, ভোট গ্রহণের কক্ষের সংখ্যা ১৪৬টি। এখানে মেয়র পদে ৫ জন, কাউন্সিলর পদে ৪৩জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১২জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। মোট ভোটার সংখ্যা ছিলো ৪৬হাজার ৮শ ৫৮জন।
১৬ জানুয়ারি শনিবার সকাল ৮টায় ভোট গ্রহন শুরু হয়ে চলে বিকাল ৪টা পর্যন্ত। তীব্র শৈত্য প্রবাহ আর ঘন কুয়াশা থাকলেও ভোটারদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। বেলা বাড়ার সাথে সাথে আরও বাড়তে থাকে ভোটারদের উপস্থিতি। বেশ শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় ভোটগ্রহণ। তবে কোথাও কোনো অপ্রিতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

Facebook Comments
Share
  •  
  •  
  •  
  •  
error: Encrypted Content!