কুড়িগ্রামে শুভসংঘের দেয়া শীতের পোশাক পেলেন বস্তিরবাসী নারী

বিভাস প্রতিবেদক:
কালের কণ্ঠ শুভসংঘ কুড়িগ্রাম সরকারি কলেজ শাখার উদ্যোগে শনিবার কুড়িগ্রাম শহরের ছয়ানিপাড়া বস্তির দরিদ্র নারীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। কুড়িগ্রামের মেসার্স পলাশ গার্মেন্টস এন্ড হোসিয়ারির সহায়তায় প্রায় একশ নারী শীতের পোশাক পান।
শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন শুভসংঘের উপদেষ্টা ও কুড়িগ্রাম সরকারি কলেজের সহযোগী অধ্যাপক আবু জোবায়ের আল মুকুল, জেলা শুভসংঘের সাধারণ সম্পাদক অধ্যক্ষ হারুন অর রশিদ মিলন, কালের কণ্ঠের জেলা প্রতিনিধি আব্দুল খালেক ফারুক, পলাশ গার্মেন্টস এর প্রতিনিধি তারিক হাসান সীমান্ত, শুভসংঘ কুড়িগ্রাম সরকারি কলেজ শাখার সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, প্রচার সম্পাদক সাজেদুল করিম, সদস্য মারুফ হোসেন ও আমিন খান।
শুভসংঘের দেয়া শীতের পোশাক পেয়ে বস্তিবাসীরা নারীরা উচ্ছ্বসিত হয়ে ওঠেন। বস্তির বাসিন্দা পূর্ণিমা রানী বলেন, ‘যে জার পড়চে। এই সোয়টারখান পায়া হামার খুব উপকার হইল।’

Facebook Comments
Share
  •  
  •  
  •  
  •  
error: Encrypted Content!