১৮তম আন্ত:জেলা ভলিবলে চ্যাম্পিয়ন রাজশাহী জেলা মহিলা দল

বিভাস প্রতিবেদক:
বাংলাদেশ ভলিবল ফেডারেশনের ব্যবস্থাপনায় পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিমিটেডের পৃষ্ঠপোষকতায় এবং কুড়িগ্রাম জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বঙ্গবন্ধু ১৮তম আন্ত:জেলা মহিলা ভলিবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে রাজশাহী জেলা দল।
মঙ্গলবার বিকেলে কুড়িগ্রাম স্টেডিয়াম মাঠে পুরস্কার বিতরণি অনুষ্ঠানে বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। এসময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক এমএ মতিন, জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম, পুলিশ সুপার ও বাংলাদেশ মহিলা ভলিবল কমিটির চেয়ারপারসন সৈয়দা জান্নাত আরা প্রমুখ।
চুড়ান্ত খেলায় রাজশাহী জেলা দল পাবনা জেলা দলকে ৩-০ সেটে পরাজিত করে যোগ্য দল হিসেবে চ্যাম্পিয়ন হয়। এতে রাজবাড়ী জেলা দল তৃতীয় স্থান অধিকার করে।
প্রতিযোগিতায় ইউনিভার্সেল খেলোয়াড় নির্বাচিত হন রাজশাহীর টুম্পা আক্তার। সেরা এটাকার নির্বাচিত হন রাজশাহীর আজমিরা খাতুন এবং সেরা সেটার হন পাবনার সাহিদা আক্তার ময়ুরী।

Facebook Comments
Share
  •  
  •  
  •  
  •  
error: Encrypted Content!