রাজারহাটে পাঠকের মুখোমুখি লেখক

বিভাস প্রতিবেদক: রাজারহাট মীর ইসমাঈল হোসেন ডিগ্রি কলেজে বুধবার কালের কণ্ঠ শুভসংঘ আয়োজন করে ‘পাঠকের মুখোমুখি লেখক’ নামে এক অনুষ্ঠানের।
কালের কণ্ঠের কুড়িগ্রাম জেলা প্রতিনিধি আব্দুল খালেক ফারুক তাঁর সদ্য প্রকাশিত তিনটি বই নিয়ে মুখোমুখি হন পাঠকের। বই তিনটি হলো-‘মিলিটারি ক্যাম্পে গুপ্তচর’, ‘লকডাউন’ ও ‘বেকারের চিঠি’। লেখক বই তিনটির সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরার পাশাপাশি পাঠকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। চলতি বছরে বাংলা একাডেমি আয়োজিত অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত এই তিনটি গ্রন্থসহ লেখকের ৭টি গ্রন্থ প্রকাশিত হয়েছে।
অনুষ্ঠানে রাজারহাট সরকারি ইসমাঈল হোসেন কলেজের সহকারী অধ্যাপক এনামুল হক সরকার, প্রভাষক এনামুল হক, আক্তারুজ্জামান পলাশ, প্রেসক্লাবের সভাপতি এসএ বাবলু, সাধারণ সম্পাদক মো: রফিকুল ইসলাম, কালের কণ্ঠ শুভসংঘ রাজারহাট উপজেলা শাখার সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রতন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী মন্ডল এটম, ক্রীড়া সম্পাদক রেজাউল করিম রেজা, সাংবাদিক এনামুল হক, বকুল ইসলাম রিজু, হাসিন ইশরাক বিকাশ, শামীম আহমেদ, সজিবুর রহমান, তরুণ লেখক নুসরাত জাহান ও সাজেদুল করিম সুজন বক্তব্য রাখেন।

Facebook Comments
Share
  •  
  •  
  •  
  •  
error: Encrypted Content!