কুড়িগ্রামে বাড়ছে করোনার প্রকোপ, চলতি মাসে ৩ জনের মৃত্যু

বিভাস প্রতিবেদক:
লকডাউনের মধ্যেও কুড়িগ্রাম বাড়ছে করোনার প্রকোপ। চলতি মাসের প্রথম ২০ দিনে করেনায় আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। আর আক্রান্ত হয়েছে ৫৩ জন। গত কয়েকদিন ধরে প্রতিদিন ৭—৮ জন করোনা রোগী সনাক্ত হচ্ছে।
জেলা সিভিল সার্জন অফিস সুত্রে জানা গেছে, জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ১৮ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে চলতি এপ্রিল মাসে মারা গেছেন ৩জন। এরা হলেন উলিপুরের তবকপুরের অক্ষয় কুমার দাস (৬০), নাগেশ্বরীর ডা. উপেন্দ্রনাথ শীল (৭০) ও কুড়িগ্রাম সদরের সরদারপাড়ার অমূল্য চন্দ্র (৬০)। বর্তমানে ৭জন রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সুত্র আরো জানায়, গত বছর করোনা সংক্রমণ শুরুর পর থেকে জেলায় ১ হাজার ১১১ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। তবে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ৫০টি শয্যা প্রস্তুত রাখা হলেও আইসিইউ সুবিধা না থাকায় গুরুতর অসুস্থ রোগীদের রংপুর বা ঢাকায় চিকিৎসা নিতে হচ্ছে।
সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান জানান, করোনা আক্রান্ত রোগীদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেয়ার জন্য তারা তৎপর রয়েছেন। তবে কুড়িগ্রামে জেনারেল হাসপাতালে টেকনিশিয়ান না থাকায় আইসিইউ স্থাপন করার সম্ভাবনা আপাতত নেই।

Facebook Comments
Share
  •  
  •  
  •  
  •  
error: Encrypted Content!