কুড়িগ্রামে এ্যাডভোকেট আব্দুল জলিল ফাউন্ডেশনের উদ্যোগে নগদ অর্থ বিতরণ

বিভাস প্রতিবেদক:
কুড়িগ্রামে মরহুম এ্যাডভোকেট আব্দুল জলিল ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ উপলক্ষে হতদরিদ্র ও ছিন্নমুল মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
বৃহষ্পতিবার রাতে কুড়িগ্রাম রেল স্টেশন সংলগ্ন ফাউন্ডেশনের কাযার্লয়ে শতাধিক দরিদ্রের মাঝে নগদ অর্থ বিতরণের মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করেন মরহুমের স্ত্রী রওশন আরা সরকার।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মরহুমের পুত্র রাশেদুজ্জামান বাবু, কুড়িগ্রামের সাবেক সিভিল সার্জন ডা. এসএম আমিনুল ইসলাম, কুড়িগ্রাম আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নুর বখত আলী, সাংবাদিক আব্দুল খালেক ফারুক, এ্যাডভোকেট জাকিয়া সুলতানা সুইটি, কলেজ শিক্ষক আব্দুল কাদেরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ফাউন্ডেশন সুত্রে জানা গেছে, বিভিন্ন এলাকায় চার শতাধিক হত দরিদ্র ও ছিন্নমুল মানুষকে নগদ অর্থ দিয়ে সহায়তা করা হবে।

Facebook Comments
Share
  •  
  •  
  •  
  •  
error: Encrypted Content!