করোনায় কর্মহীন ৩ শতাধিক দু:স্থকে কুড়িগ্রাম ছাত্রলীগের সবজি বিতরণ

বিভাস প্রতিবেদক:
কুড়িগ্রামে করোনায় কর্মহীন ৩ শতাধিক অসহায় কর্মহীন দু:স্থ মানুষকে সবজি বিতরণ করল কুড়িগ্রাম জেলা ছাত্রলীগ। বুধবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারস্থ জেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে এসব সবজি বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি, জেলা পরিষদ সদস্য ও সাবেক এমপি মো. জাফর আলী, জেলা ছাত্রলীগের সভাপতি মো. রাজু আহমেদ, সাধারণ সম্পাদক মো. সাদ্দাম হোসেনসহ জেলা আওয়ামীলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ। এসময় মিষ্টি কুমড়া,পুঁইশাক,ঝিঙেসহ নানান শাকসবজি বিতরণ করা হয়।
জেলা ছাত্রলীগের সভাপতি রাজু আহমেদ জানানম অতীতের মতো জেলা ছাত্রলীগের নেতা—কমীর্রা মানবিক কাজের অংশ হিসেবে সবজি বিতরণের কর্মসূচি নিয়েছে। আগামী কয়েকদিন শহরের কয়েকটি পয়েন্টে এই সবজি বিতরণ অব্যাহত থাকবে। গত সপ্তাহে ছাত্রলীগের নেতা—কমীর্রা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে একটি ভাঙা সড়ক মেরামত করে চলাচলের উপযোগী করে দেয়।

Facebook Comments
Share
  •  
  •  
  •  
  •  
error: Encrypted Content!