কুড়িগ্রামে ধ্বনি সাহিত্য পত্রিকার মোড়ক উন্মোচন

বিভাস প্রতিবেদক:
কুড়িগ্রাম থেকে প্রকাশিত ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা “ধ্বনির” ১০ বর্ষের ২য় সংখ্যার মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ জুলাই ) বিকালে দিশারী পাঠাগারে সাহিত্য পত্রিকাটির মোড়ক উন্মোচন করেন সহঃ শিক্ষক শফিকুল ইসলাম শফি ।
তিনি বলেন , সাহিত্য মানুষের অন্তরের কথা বলে । আর এই অন্তরের অভিব্যক্তি শুনতে ধ্বনির মত সহিত্য পত্রিকা গুলোকে ধরে রাখতে হবে ।
এসময় আগ্রহ সমাজ উন্নয়ন স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি আসাদুজ্জামান খান উপস্থিত ছিলেন।
অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন ধ্বনির সহঃ সম্পাদক মোঃ সুজন আহমেদ ও মোঃ মিনহাজুল ইসলাম মুরাদ, অর্থ বিষয়ক সম্পাদক নয়ন চন্দ্র , মোঃ সাফি উল্লাহ রিদয় সহ সংগঠনটির কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ।
এসময় ধ্বনির সম্পাদক দেবব্রত রায় সিংহ বলেন, “সাহিত্যের মাধ্যমে প্রতিভার বিকাশ ঘটে । আর প্রতিভা বিকাশের পরিণতি পায় প্রকাশের মাধ্যমে । প্রিন্ট মিডিয়া আমাদের শেকড়। “ধ্বনি” এই শেকড় আকড়ে ধরে প্রতিভা বিকাশ তথা সাহিত্যের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে চিৎকার করে যাবে ।”
উল্লেখ্য, নতুন ও অভিজ্ঞ লেখক, কবিদের লেখা নিয়ে দিশারী পাঠাগারের প্রকাশনায় ও আগ্রহ সমাজ উন্নয়ন স্বেচ্ছাসেবী সংগঠনের তত্ত্বাবধানে ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা “ধ্বনি” প্রকাশিত হয়ে থাকে।

Facebook Comments
Share
  •  
  •  
  •  
  •  
error: Encrypted Content!