ফুলবাড়ীতে পাঠকের মুখোমুখি লেখক

ফুলবাড়ী প্রতিনিধিঃ
কালের কন্ঠ শুভসংঘ ফুলবাড়ী উপজেলা শাখার আয়োজনে দৈনিক কালের কণ্ঠের কুড়িগ্রাম জেলা প্রতিনিধি লেখক আব্দুল খালেক ফারুক তার লেখা তিনটি বই নিয়ে পাঠকের মুখোমুখি হয়েছেন। বুধবার (২৮ জুলাই ২০২১) বিকেলে ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাবে শুভসংঘের বন্ধুদের নিয়ে আলোচনা শেষে তার লেখা মুক্তিযুদ্ধ বিষয়ক গল্পগ্রন্থ ‘মিলিটারী ক্যাম্পে গুপ্তচর’, সমসাময়িক গল্পগ্রন্থ ‘বেকারের চিঠি’ ও ‘লকডাউন’ বই নিয়ে পাঠকের মুখোমুখি হন। এসময় গীতিকার তৌহিদ উল ইসলাম পাঠাগারের প্রতিষ্ঠাতা শিক্ষক ও শিশুসাহিত্যিক তৌহিদ উল ইসলাম এবং ফুলবাড়ী ডিগ্রী কলেজের ইন্সট্রাক্টর মশিউর রহমানের হাতে বই তুলে দেন আব্দুল খালেক ফারুক। এসময় অটো ক্রপ কেয়ার লিমিটেড এর সিনিয়র মার্কেটিং অফিসার তানজির আহমেদ, কালের কন্ঠ শুভসংঘ ফুলবাড়ী উপজেলা শাখার সভাপতি প্রভাষক মোঃ মিজানুর রহমান, সাধারণ সম্পাদক নুরনবী মিয়া, সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম আরিফ, প্রচার ও প্রকাশনা সম্পাদক বদরুজ্জামান বিপ্লব, কুড়িগ্রাম শাখার সদস্য মুরাদ হোসেন, স্বেচ্ছাসেবক বিপুল মিয়া বেলাল প্রমূখ উপস্থিত ছিলেন।

Facebook Comments
Share
  •  
  •  
  •  
  •  
error: Encrypted Content!