কুড়িগ্রামের চরাঞ্চলে করোনা টিকার বিনামূল্যে নিবন্ধন

বিভাস প্রতিবেদক:
কুড়িগ্রামে দুর্গম চরাঞ্চলের দেড় হাজারেও বেশি মানুষকে বিনামূল্যে করোনা ভাইরাসের টিকার নিবন্ধন করা হয়েছে। ইউনিসেফ ও জেলা তথ্য অফিসের উদ্যোগে রবিবার সদর উপজেলার চর সারডোবে প্রায় সাড়ে ৭শ মানুষের টিকা নিবন্ধন করা হয়। এর আগে প্রথম আলোর চর ও কালুয়ার চরে এই নিবন্ধন কার্যক্রম পরিচালিত হয়। রাজারহাটের অনার্স ক্লাব, দিশারী পাঠাগার ও সারডোবের আলোসহ স্থানীয় সংগঠনের স্বেচ্ছাসেবীরা এই নিবন্ধন কার্যক্রমে সহায়তা করে।
উদ্যোক্তারা জানান, চরাঞ্চলের অনেকেই টিকা নিতে আগ্রহী থাকলেও দুর্গম এলাকা থেকে যাতায়াতে সময় ও অর্থ ব্যয় হওয়ায় টিকা কার্যক্রমের বাইরে থেকে যাচ্ছিলেন তারা। তাদেরকে সরকারের চলমান টিকা কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এই নিবন্ধন কার্যক্রম পরিচালিত হচ্ছে।
জেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্য ও জেলা তথ্য অফিসের উপ পরিচালক নুরুন্নবী খন্দকার জানান, দুর্গম চরাঞ্চলে নিবন্ধন কার্যক্রমের পাশাপাশি ক্যাম্প করে নিবন্ধিত মানুষকে টিকা দেয়া হবে।

Facebook Comments
Share
  •  
  •  
  •  
  •  
error: Encrypted Content!