সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের ৫ম মৃত্যু বার্ষিকী পালিত

বিভাস প্রতিবেদক:
কুড়িগ্রামে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের ৫ম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। সোমবার কুড়িগ্রাম কলেজ চত্বরে সব্যসাচীর সমাধিতে শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ ও শিক্ষার্থীরা। সকাল ১০টায় জেলা প্রশাসক মো. রেজাউল করিম তার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এর পর কুড়িগ্রাম সরকারী কলেজের অধ্যক্ষ মো. আবদুল মান্নানের নেতৃত্বে শিক্ষক ও শিক্ষার্থী, কুড়িগ্রাম প্রেসক্লাব, সরকারী বালিকা বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা, সম্মিলিত সাংস্কৃতিক জোট, জেলা শিল্প কলা একাডেমি, আইনজীবি সমিতিসহ বিভিন্ন সংগঠন শ্রদ্ধা জানায়। পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান বাবু, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আহসান হাবীব নীলু, আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট আমজাদ হোসেন, লেখক ও সাংবাদিক আব্দুল খালেক ফারুক, সন্মিলিত সাংস্কৃতিক জোটের আহবায়ক শ্যামল ভৌমিক প্রমুখ। বিকেলে সমাধি চত্বরে বন্ধুসভা লেখকের জীবনী আলোচনা ও কবিতা আবৃত্তি আয়োজন করে।
সৈয়দ শামসুল হক শিশুসাহিত্য পুরস্কার ঘোষণা
এদিকে কুড়িগ্রামের ফুলবাড়ীতে সংবাদ সম্মেলন করে সৈয়দ শামসুল হক শিশু সাহিত্য পুরস্কার ঘোষণা করা হয়েছে। সোমবার সকালে ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাবে উপজেলার গীতিকার তৌহিদ—উল ইসলাম পাঠাগার আয়োজিত সংবাদ সম্মেলনে পাঠাগারের সাধারণ সম্পাদক অধ্যক্ষ নূর মোহাম্মদ মিয়া এ ঘোষণা দেন। দেশের জনপ্রিয় শিশুসাহিত্যিক ফারুক নওয়াজ তাঁর প্রকাশিত ‘কাহিনি পাতায় পাতায়’ ছড়া—কবিতার বইয়ের জন্য ২০২১ সালের সৈয়দ শামসুল হক শিশুসাহিত্য পুরস্কার পাচ্ছেন। এ পুরস্কারের আয়োজক কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার গীতিকার তৌহিদ—উল ইসলাম পাঠাগার। আগামী ২৭ ডিসেম্বর সব্যসাচী সৈয়দ শামসুল হকের জন্মদিনে অনুষ্ঠানের মধ্য দিয়ে এ পুরস্কার প্রদান করা হবে। এ পুরস্কারের আর্থিক মূল্য কুড়িহাজার টাকা ও একটি সম্মাননা স্মারক। এখন থেকে প্রতিবছর পাঠাগার থেকে শিশুসাহিত্যের জন্য এ পুরস্কার প্রদান করা হবে।

Facebook Comments
Share
  •  
  •  
  •  
  •  
error: Encrypted Content!