জাতির জনক বঙ্গবন্ধুর কনিষ্ট পুত্র শেখ রাসেলের জন্মদিন ও শেখ রাসেল দিবস উপলক্ষে রবিবার বিকালে কুড়িগ্রাম জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে চিত্রাঙ্কণ প্রতিযেগিতা ও কেককাটা হয়। লেখক ও সাংবাদিক আব্দুল খালেক ফারুক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগীত প্রশিক্ষক হাবিবুর রহমান দুলাল, চারুকলা প্রশিক্ষক শহিদুল ইসলাম প্রমুখ। চিত্রাঙ্কণ প্রতিযোগিতায় তিনটি বিভাগে ৬জন শিশুকে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে বঙ্গবন্ধুসহ শেখ রাসেলের নৃশংস হত্যার ইতিহাস শিশুদের জানানো এবং সাংস্কৃতিক কর্মকান্ডে বেশি করে অংশ নিয়ে শিশুদের মানবিক মানুষ হিসেবে গড়ে তোলার উপর গুরুত্বারোপ করা হয়। পরে শিশুদের নিয়ে আনন্দঘন পরিবেশে কেককাটা হয়।
Facebook Comments
Share