কুড়িগ্রামে জেলা পরিষদের উদ্যোগে দরিদ্র নারীদের সেলাই প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

বিভাস প্রতিবেদক:
কুড়িগ্রাম জেলা পরিষদের উদ্যোগে চলতি বছর শতাধিক দরিদ্র নারীকে আত্ম কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সেলাই প্রশিক্ষণ ও তাদের মাঝে সেলাই মেশিন বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। কুড়িগ্রাম জেলার বিভিন্ন উপজেলার দরিদ্র নারীদের সেলাই প্রশিক্ষণ ও সেলাই মেশিন বিতরণ উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়।
শনিবার জেলা পরিষদ হলরুমে তৃতীয় ব্যাচের ৪২ জন নারীর ২০ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি মো: জাফর আলী। জেলা পরিষদের প্রধান নিবার্হী মো:ফরিদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের সদস্য প্যানেল চেয়ারম্যান মো: আজিম উদ্দিন। আলোচনায় অংশ নেন, প্রশিক্ষক ও জেলা আওয়ামীলীগের সদস্য ফাল্গুনি তরফদার, জেলা পরিষদের সদস্য রেজাউল করিম লিচু মাহবুবা বেগম লাভলী, শিউলী বেগম, কাঁঠালবাড়ী ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ও সাংবাদিক আব্দুল খালেক ফারুক, সাংবাদিক রাজু মোস্তাফিজ ও অলক সরকার।
উল্লেখ্য, ইতোপুর্বে দুটি ব্যাচে ৬০ জন দরিদ্র নারীকে আত্মকর্মসংস্থানের লক্ষ্যে সেলাই প্রশিক্ষণ ও সেলাই মেশিন প্রদান করা হয়।

Facebook Comments
Share
  •  
  •  
  •  
  •  
error: Encrypted Content!