কুড়িগ্রামে খোলা মঞ্চে কালের কণ্ঠের যুগপূর্তির মনোমুগ্ধকর আয়োজন

বিভাস প্রতিবেদক:
কুড়িগ্রাম প্রেসক্লাব চত্বরের খোলা মঞ্চে সোমবার কালের কণ্ঠের যুগপূর্তির মনোমুগ্ধকর আয়োজনে বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষের মিলনমেলা বসে। গান ও আবৃত্তির ফাঁকে ফাঁকে আলোচনা—এরপর কেককাটা সবমিলে পরিবেশ ছিল আনন্দঘন। পাশাপাশি জাতীয় ফুটবল দলের সাবেক কৃতি ফুটবলার কোহিনুর রহমানকে সংবর্ধনা দেয়া হয় এই অনুষ্ঠানে।
কালের কণ্ঠ শুভ সংঘ কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি খন্দকার খায়রুল আনম এর সভাপতিত্বে আলোচনায় অংশ নিয়ে কালের কণ্ঠের সাফল্য কামনা করেন চিকিৎসক, সরকারি কর্মকতার্, শিক্ষক, শিল্পী, কবি ও সাংবাদিকসহ বিভিন্ন পেশার বিশিষ্ট জনেরা। তারা আগামীতেও নানা প্রতিকূলতা সত্বেও কালের কণ্ঠের বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।


কালের কণ্ঠের প্রতিনিধি আব্দুল খালেক ফারুকের আলোচনায় অংশ নেন সঞ্চালনায় রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই বীরপ্রতীক, সাবেক সিভিল সার্জন ডা. আমিনুল ইসলাম, জেলা তথ্য অফিসের উপ পরিচালক নুরুন্নবী খন্দকার, কুড়িগ্রাম সরকারি কলেজের উপাধ্যক্ষ মীজার্ নাসির উদ্দিন, উলিপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু জোবায়ের আল মুকুল, সলিডারিটির নিবার্হী পরিচালক বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ লাল, সাবেক ফুটবলার কোহিনুর রহমান, কুড়িগ্রাম পৌরসভার সাবেক মেয়র আবু বকর সিদ্দিক, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাঈদ হাসান লোবান, জেলা শিল্পকলা একাডেমরি সাধারণ সম্পাদক অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু, প্রেসক্লাবের সভাপতি এ্যাডভোকেট আহসান হাবীব নীলু, শুভ সংঘের সাধারণ সম্পাদক অধ্যক্ষ হারুন অর রশিদ মিলন, প্রথম আলোর সাংবাদিক শফি খান, জনকণ্ঠের রাজু মোস্তাফিজ, বাংলা নিউজ টুয়ন্টি ফোর এর ফজলে ইলাহী স্বপন, বাংলাদেশ প্রতিদিনের খন্দকার একরামুল হক স¤্রাট, বাংলাভিশনের শফিক বেবু, কবি হাসান পলাশ, শুভসংঘের চিলমারী উপজেলা শাখার সভাপতি সারওয়ার হোসেন প্রমুখ।


সংগীত পরিবেশন করেন কুড়িগ্রামের খ্যাতিমান শিল্পী রাশেদুজ্জামান বাবু, শফিকুল ইসলাম, দেবাশীষ রায়. মদন মোহন রায় ও সুস্মিতা রায়। কবিকা আবৃত্তি করেন লুনা জাহান ও সাজেদুল করিম।

Facebook Comments
Share
  •  
  •  
  •  
  •  
error: Encrypted Content!