আকরাম হোসেন এর কবিতা – সন্ধান করি

সন্ধান করি

আকরাম হোসেন

আমি সাইব্রেরিয়ান বালি হাঁস ভাই

নীল আসমানের গভীরে উড়ে বেড়াই,

তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে দেখি

আসমানে আসমান নাই-জমিনেই আসমান

খাদ্য কি পাই?

চর্তুর আমি ধূত আমি

বালিধারের আলোঁয় চাঁদ আমি

সুন্দর কি অন্তর্যামী।

গভীর আসমান হবে নীল

ভাসাবে তারে জমিন পার,

ডুব সাঁতারে ধরবো আমি

গভীরের চালাক মানবে হার।

অতিথি বালি আমিধুসর রঙ্গা, পেটুক রাঙ্গা

আহার আমার চাই

আসমান হোক,

জমিন হোক,

বালি, আমি গভীরের সন্ধানে যাই।

Facebook Comments
Share
  •  
  •  
  •  
  •  
error: Encrypted Content!