বিভাস প্রতিবেদক
কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের পুরাতন বাসস্ট্যান্ড মাঠের পার এলাকা থেকে অবৈধ বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার বিকালে কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী অফিসার মো: রাসেদুল হাসানের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে বালু ব্যবসায়ী আপেল মাহমুদকে এই জরিমানা করেন। আপেল কুড়িগ্রাম শহরের মুন্সিপাড়া এলাকার বাসিন্দা। ২০১০ সালের বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী ভ্রাম্যমান আদালত এই দন্ড দেন বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার রাসেদুল হাসান। কুড়িগ্রাম সদরের সহকারী কমিশনার (ভূমি) ও সদর থানার এএস আই আসাদুজ্জামান এসময় উপস্থিত ছিলেন।
Facebook Comments
Share