চিলমারীতে আওয়ামীলীগের প্রার্থী ৫ বিদ্রোহী ১১

সোহেল সাওরাত, চিলমারী:
কুড়িগ্রামের চিলমারীতে আসন্ন ইউনিয়ন পরিষদ নিবার্চনে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থীর বিপরীতে দ্বিগুণ বিদ্রোহী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৫ প্রার্থীওর মুখোমুখি ১১ বিদ্রোহী। মনোনয়ন না পেয়ে মাঠ ছেড়ে না দেয়ায় ভোট যুদ্ধ জমে উঠেছে। নৌকার প্রার্থীকে বিজয় করার লক্ষে বীর মুক্তিযোদ্ধারাসহ জেলা ও উপজেলার নেতাকর্মীরাও নেমেছেন মাঠে। আবার আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর পক্ষে প্রকাশ্যে ও গোপনেও কাজ করছেন আওয়ামীলীগের বেশ কিছু নেতাকর্মী। প্রার্থী ও বিদ্রোহীদের পাল্টাপাল্টি অভিযোগে উত্তপ্ত হচ্ছে ভোটের মাঠ।
থানাহাট ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আব্দুর রাজ্জাক মিলন (নৌকা), এই ইউনিয়নে বিদ্রোহী হিসাবে রয়েছেন উপজেলার সাবেক ছাত্রলীগ সাধারন সম্পাদক মো. রেজাউল কবির (চশমা), ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মোঃ আমিনুল ইসলাম (ঘোড়া), কৃষক লীগের নেতা সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো.হালিমুজ্জামান বাবলু (আনারস)।
রমনা মডেল ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মোঃ আজগার আলী সরকার (নৌকা) নিয়ে মাঠে থাকলেও বিদ্রোহী হিসাবে ভোটের লড়াইয়ে রয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগ সদস্য মো.হাবিবুর রহমান (আনারস), ইউনিয়ন সদস্য মো. গোলাম আশেক আকা (মোটর সাইকেল), সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো.ওবাইদুল হক হিরু (টেলিফোন), সাবেক ছাত্রলীগ নেতা ও সাবেক চেয়ারম্যান মোঃ নুর—ই—ইলাহী তুহিন (ঘোড়া)। অষ্টমীর চর ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী মোঃ আবু তালেব ফকির (নৌকা), ইউনিয়ন আওয়ামী লীগ সদস্য সাবেক চেয়ারম্যান মোঃ সোহরাব হোসেন (আনারস)। চিলমারী ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী হিসাবে মোঃ গয়ছল হক মন্ডল (নৌকা), বিদ্রোহী প্রার্থী রয়েছেন কৃষক লীগের নেতা মো.আমিনুল ইসলাম (চশমা)।
রাণীগঞ্জ ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোঃ মঞ্জুরুল ইসলাম মঞ্জু (নৌকা) পেলেও বিদ্রোহী প্রার্থী হয়ে ভোট যুদ্ধে রয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য সাঈদী হাসান মিঠু (টেলিফোন), ও মো.সাজেদুল ইসলাম দারোগা (আনারস)।
থানাহাট ইউনিয়নে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী আমিনুল ইসলাম জানান, দলীয় মনোনয়ন না পাওয়ায় চরের মানুষের চাপে পড়ে প্রার্থী হয়েছেন তিনি।
চিলমারী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান শওকত আলী সরকার বীর বিক্রম জানান, মূল সংগঠনে বিদ্রোহী কম, অঙ্গ সংগঠনের কয়েকজন আছে। নিবার্চনে যারা দলীয় শৃংখলা ভঙ্গ করে নিবার্চনে অংশ নিচ্ছেন, কেন্দ্রের নির্দেশনা মোতাবেক তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments
Share
  •  
  •  
  •  
  •  
error: Encrypted Content!