বসন্ত বিষাদ —আব্দুল খালেক ফারুক

যদি এই বসন্তে তুমি না আসো
বিগত একুশটি বসন্ত একযোগে করবে—
আমরণ অনশন,
স্বপ্নের পাখিরা মিছিলে মুখর করবে
হৃদয়ের রাজপথ;
যাবজ্জীবন কারাদন্ডে
দন্ডিত হবে বেহায়া মন।

যদি না আসো এই বসন্তে
প্রার্থনালয়ের ঘণ্টা বাজবে না।
বন্দনার ফুল শুকাবে লহমায়,
ে¯্রাতস্বিনি নদী বরফখন্ড হয়ে
ভাসবে মরুদ্যানে
আকাশের সব মেঘ যৌথ কান্নায়
ঝরাবে প্রভূত অশ্রম্ন।
যদি এই বসন্তে
নোঙ্গর না ফেল হৃদয়বন্দরে,
মাতাল চান্ডাল হয়ে পান করবো
নিষিদ্ধ সুধা,
অত:পর—পাথরের মতো ঘুমাবো আমি—
চিরন্তন ঘুম।

Facebook Comments
Share
  •  
  •  
  •  
  •  
error: Encrypted Content!