কয়েল-এর আগুনে নিঃস্ব নুরু মিয়া

বিভাস প্রতিবেদক:
প্রতিদিনের মত কর্মব্যস্ততা সেরে ঘুমিয়ে পড়ে নুরু মিয়ার পরিবার। মশার অস্বাভাবিক উৎপাতে গোয়াল ঘরে ২টি জোয়ান হালের গরুকে মশার হাত থেকে রক্ষা করতে কয়েল লাগিয়েছেন। ভোরে হতেই নিঃস্ব নুরু মিয়া। পুরো বাড়ি এখন কয়লার স্তুপ। কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নের মন্ডলপাড়া গ্রামে কয়েলের আগুনে নিঃস্ব হয়েছে নুরু মিয়া ও তার পরিবার। ভোর ৪টার দিকের আগুনে কিছুই রক্ষা করতে পারেনি। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ায় ধ্বংসস্তূপে পরিণত হয় সবকিছু।

প্রথমদিকে গোয়াল ঘরে আগুনের সূত্রপাত ঘটে। পরে পুরো বাড়িতে আগুন ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজনের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কে খবর দিলেও সময়মত ঘটনা স্থলে না আসায় ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি হয়েছে। দুটি হালের গরুর মধ্যে একটি গরুকে রক্ষা করা গেলেও আগুনের তীব্রতায় আরেকটি গরুকে রক্ষা করা সম্ভব হয়নি। ধান ২৫ বস্তা, চাল ৪৫ কেজি, ভূট্টা ১০ বস্তা, ছেলেমেয়েদের স্কুলের বই ও সার্টিফিকেট, বাড়ির প্রয়োজনীয় কাগজপত্র সহ অন্যান্য আসবাবপত্রের ক্ষতি হয়েছে। সবকিছু এক সাথে হারিয়ে নিঃস্ব নুরু মিয়া ও তার পরিবার। নুরু মিয়ার ছেলে আতাউর রহমান আতা জানান, ভোরে দিকে আগুন লেগে ১টি গরু সহ আমার এসএসসি, এইচএসসি ও ডিগ্রি পাশের সার্টিফিকেট ও যাবতীয় কাগজপত্রাদি আগুনে পুড়ে ছাঁই হয়েছে। কয়লার স্তুপে পরিণত হয়েছে আমাদের বসতবাড়ি।

Facebook Comments
Share
  •  
  •  
  •  
  •  
error: Encrypted Content!