ভুরুঙ্গামারীতে বাঘের আতঙ্ক, রাত জেগে পাহারা দিচ্ছেন এলাকাবাসী

বিভাস প্রতিবেদক

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নের দক্ষিণ বাঁশজানী গ্রামের ঝাকুয়াটারী সীমান্তে বাঘ দেখতে পেয়ে ওই সীমান্তের মানুষের মাঝে বাঘের আতংক ছড়িয়ে পরেছে। এ ঘটনায় লাঠি হাতে রাত জেগে পাহারা দিচ্ছেন এলাকাবাসী।খোঁজ নিয়ে জানা গেছে, দুদিন দিন আগে দক্ষিণ বাঁশজানী গ্রামের ঝাকুয়াটারী সীমান্তের গ্রামের বাসিন্দা কফিল উদ্দিন ও তার পরিবার প্রথম রাতের আঁধারে তার বাড়ির গেইটে দুটি বাঘ দেখতে পান। পরে বিষয়টি তারা এলাকাবাসীকে জানালে পুরো এলাকা জুড়ে বাঘের আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষর্দশী ঝাকুয়াটারী গ্রামের বাসিন্দা কফিল উদ্দিন জানায়, গত শুক্রবার (২৫ র্মাচ ) গভীর রাতে বাঘের গোঙানীর শব্দ শুনে আমার স্ত্রী আমাকে ঘুম থেকে ডেকে তোলার পর দুজনে জানালা খুলে বাড়ির গেটে দুটি বাঘ দেখতে পাই। এলাকাবাসী আমার কথা শুনে প্রথমে বিশ্বাস না করলেও শনিবার (২৬ র্মাচ) বিকালে একটি বাশঝাড়ে প্রাণী দুটিকে এলাকাবাসী দেখার পর এলাকাবাসীর মধ্যে আতংক ছড়িয়ে পড়েছে। এর পর থেকে লাঠি হাতে রাত জেগে পাহারা দিচ্ছেন এলাকাবাসী। মইদাম দাখিল মাদ্রাসার শিক্ষক আনোয়ার হোসেন বলেন, শনিবার বাদ মাগরিব তার বাগানে কালো ডোরাকাটা চিতাবাঘের সদৃশ্য দুটি প্রানী দেখতে পাই। তবে প্রানী দুটি চিতাবাঘ অথবা অন্যকোন প্রানী কিনা সে বিষয়ে আমি নিশ্চিত নই। তবে এলাকাবাসীর মধ্যে ভীতি ছড়িয়ে পড়ায় শনিবার (২৬ র্মাচ) রাতেই বিষয়টি থানা পুলিশকে অবহিত করেছি।পাথরডুবি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুস সবুর বলেন, আমি ঘটনাটি শুনেছি।বিজিবির দিয়াডাঙ্গা বিওপি কমান্ডার শামছুর রহমান বলেন, আমরা বিষয়টি আমাদের উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি এবং রাত থেকে ওই সীমান্তে পাহারা দিচ্ছি। লোকজন যাতে ভয় না পায়, সে বিষয়ে আমরা সজাগ দৃষ্টি রাখছি।ভুরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত র্কমর্কতা (ওসি) আলমগীর হোসেন বলেন, এলাকাবাসী আমাকে বিষয়টি জানিয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য বনবিভাগকে জানানো হয়েছে। তবে এলাকাটি ভারতীয় সীমান্ত ঘেষা হওয়ার কারনে অনেক সময় মেছো বাঘ ঢুকতেও পারে। তাই প্রানী দুটিকে হত্যা না করে আটক করে বনবিভাগের নিকট হস্তান্তর করার জন্য এলাকাবাসির প্রতি আহবান জানান তিনি। ভূরুঙ্গামারী উপজেলা বন বিভাগের র্কমর্কতা (অতি. দায়িত্ব) নবির উদ্দিন বলেন, আমি ঘটনাস্থলে আছি এবং এলাকাবাসির সাথে কথা বলেছি, তবে ওই প্রানী দুটি বাঘ কিনা সেটি এখনো নিশ্চিত হতে পারিনি। বাঘের অস্তিত্ব নিশ্চিত হলেই ঢাকা থেকে সংশ্লিষ্ট র্কতৃপক্ষ এসে বাঘ দুটিকে উদ্ধার করা হবে।

Facebook Comments
Share
  •  
  •  
  •  
  •  
error: Encrypted Content!