কুড়িগ্রামে শুভসংঘের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক

বিভাস প্রতিবেদক:
‘মুক্তিযুদ্ধের চেতনায় গড়ি অসাম্প্রদায়িক বাংলাদেশ’ এই শ্লোগানকে সামনে রেখে কালের কণ্ঠ শুভসংঘ ফুলবাড়ী শাখার উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে আলোচনানুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক। মঙ্গলবার রাতে ফুলবাড়ী সদরের জছিমিয়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত উত্তরবঙ্গ জাদুঘরের প্রতিষ্ঠাতা এ্যাডভোকেট এসএস আব্রাহাম লিংকন। আলোচনায় অংশ নেন, ফুলবাড়ী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মজিবুর রহমান, জেলা ঘাতক দালাল নিমূর্ল কমিটির সভাপতি জ্যোতি আহমদ, ফুলবাড়ী উপজেলা শুভসংঘের উপদেষ্টা উপাধ্যক্ষ নুর ইসলাম শেখ, সভাপতি প্রভাষক মিজানুর রহমান, সাধারণ সম্পাদক নুরনবী মিয়া, উপজেলা ছাত্রলীগের সভাপতি তৌকির হাসান তমাল, কালের কণ্ঠের জেলা প্রতিনিধি আব্দুল খালেক ফারুক, জছিমিয়া মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবেদ আলী খন্দকার, উপজেলা স্কাউটের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম প্রমুখ।
পরে রাজারহাট লোকসংগীত একাডেমির পরিবেশনায় জেলার খ্যাতিমান শিল্পীরা সংগীত ও নৃত্য পরিবেশন করেন। এছাড়া কাঁঠালবাড়ী দিশারী সাংস্কৃতিক গোষ্ঠীর পরিবেশনায় মঞ্চস্থ হয় নাটক ‘তুই রাজাকার’। নাটকটি রচনা ও নির্দেশনায় ছিলেন কালের কণ্ঠের কুড়িগ্রাম জেলা প্রতিনিধি আব্দুল খালেক ফারুক।

Facebook Comments
Share
  •  
  •  
  •  
  •  
error: Encrypted Content!