কুড়িগ্রামে বিশ্ব মা দিবসে স্বপ্নজয়ী মায়েদের সন্মাননা

বিভাস প্রতিবেদক:
কুড়িগ্রামে বিশ্ব মা দিবস উপলক্ষে স্বপ্নজয়ী মায়েদের সন্মাননা দেয়া হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ের স্বপ্নকুঁড়ি মিলনায়তনে রবিবার এক অনুষ্ঠানে এই সন্মাননা প্রদান করা হয়।
জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক মোছা: জেবুন্নেছা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মিনহাজুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেব উপস্থিত ছিলেন কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল খালেক ফারুক। আলোচনায় অংশ নেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক নিবেদিতা রায়, জেলা মহিলা পরিষদের সভাপতি রওশন আরা চৌধুরী, জেলা আওয়ামীলীগের সদস্য ফাল্গুনি তরফদর।
অনুষ্ঠানে সফল ও স্বপ্নজয়ী মা হিসেবে কুড়িগ্রাম সদরের নিয়তি রাণী সরকার ও নাগেশ্বরীর এলিজা আক্তার জাহান।
আলোচনাসভায় বক্তারা বলেন, সন্তানের প্রতি মায়ের অবদান কোন কিছু দিয়ে শোধ করা সম্ভব নয়। সন্তানদের উচ্চশিক্ষা গ্রহনের পাশাপাশি নৈতিকতা ও মানবিক মূল্যবোধের শিক্ষা দিতে পারলে পারিবারিক ও সামাজিক বন্ধন আরো সৃদৃঢ় হবে।

Facebook Comments
Share
  •  
  •  
  •  
  •  
error: Encrypted Content!