কুড়িগ্রামে অনির্দিষ্টকালের জন্য লকডাউন ঘোষণা

বিভাস প্রতিবেদক:
করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধের লক্ষ্যে আজ বিকাল ৫টা থেকে অনির্দিষ্টকালের জন্য কুড়িগ্রাম জেলা লকডাউন ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার সকালে করোনা ভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটির সভা শেষে জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম এই ঘোষণা দেন। সিভিল সার্জন, পুলিশ সুপারের প্রতিনিধিসহ কমিটির সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।
দুপুরে জেলা প্রশাসনের কার্যালয় থেকে এ সংক্রান্ত একটি লিখিত নির্দেশনা জারি করা হয়। এতে বলা হয়েছে, লকডাউনের সময়ে কুড়িগ্রামের জল, স্থল ও ও আকাশপথে জেলায় আসা যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। জাতীয় ও আঞ্চলিক সড়ক ও মহাসড়কে ও নৌপথে এই জেলায় কেউ প্রবেশ বা জেলা থেকে অন্যকোন জেলায় গমন করতে পারবেনা। এমনকি আন্ত: উপজেলা যাতায়াতের ক্ষেত্রেও এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। তবে জরুরি পরিসেবা, চিকিৎসাসেবা, খাদ্যদ্রব্য ও কৃষিপণ্য সরবারহ, ব্যাংকিং ও মোবাইল ব্যাংকিং এর লকডাউনের আওতামুক্ত থাকবে।
জেলা প্রশাসন সুত্রে আরো জানা গেছে, যানবাহন চলাচল নিয়ন্ত্রণের জন্য জেলার ১৯টি পয়েন্টে চেকপোষ্ট বসানো হয়েছে।

Facebook Comments
Share
  •  
  •  
  •  
  •  
error: Encrypted Content!