ফুলবাড়ী হাসপাতালের ৩ চিকিৎসকসহ ৬জন কোয়ারেন্টাইনে

অনিল চন্দ্র রায়:
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্েরর এক ওয়ার্ডবয় করোনায় আক্রান্ত হওয়ায় ওই হাসপাতালের তিনজন ডাক্তার, দুইজন নার্স ও একজন ওয়ার্ড বয়কে হাসপাতালে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এছাড়া আক্রান্ত ওয়ার্ড বয়কে বর্তমানে স্বাস্থ্য কমপ্লে¬ক্সের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা দেয়া হচ্ছে। ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.শামসুন্নাহার বিষয়টি নিশ্চত করেছেন।
তিনি জানান, শনিবার উপজেলার প্রথম করোনা রোগী তাজুল ইসলাম সুস্থ হবার পর হাসপাতাল থেকে রিলিজ দেয়ার কিছুক্ষণ পর স্বাস্থ্য কমপ্লে¬ক্সের এক ওয়ার্ড বয় করোনা পজেটিভ ফল আসে। তবে হাসপাতাল লকডাউন করা হয়নি। হাসপাতালের সকল স্টাফদের নমুনা সংগ্রহ করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। রোববার ৫ জন স্টাফের নমুনা সংগ্রহ করা হবে এবং প্রতিদিন কমপক্ষে তিন জন স্টাফের নমুনা সংগ্রহ করে পাঠানো হবে।
তিনি আর জানান, করোনা পজেটিভ হওয়া ওয়ার্ড বয়ের ডায়াবেটিকসহ উচ্চ রক্তচাপ রয়েছে। তাকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রেখে চিকিৎসা চলছে। এতে অন্যদের আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। হাসপাতালের স্বাভাবিক কার্যক্রম অব্যাহত থাকবে জানান তিনি।
কুড়িগ্রামের সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান জানান, আক্রান্ত ওয়ার্ড বয়ের সাথে যারা ডিউটি করেছেন সকলকে কোয়ারেন্টাইনে রাখার নির্দেশ দেয়া হয়েছে।

Facebook Comments
Share
  •  
  •  
  •  
  •  
error: Encrypted Content!