শিক্ষার্থীদের উদ্যোগে পান্ডুলে খাদ্য সহায়তা প্রদান

বিভাস প্রতিবেদক:
পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সহযোগিতায় করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে লকডাউন মোকাবেলায় আপাত সৃষ্ট দুর্যোগে কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার পান্ডুল ইউনিয়নের ৩টি গ্রামে মঙ্গলবার ৪৫টি বেকার, দুস্থ, অসহায় ও প্রতিবন্ধী পরিবারকে খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে। প্রথম পর্যায়ে তাদের মাথাপিছু ৭কেজি চাল, ৩কেজি আলু, ২কেজি পেঁয়াজ, ১কেজি লবণ, ১লিটার তেল, ১কেজি ডাল এবং ২টা ক্ষার সাবান প্রদান করা হয়।

জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তহুরা তুলি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী শামীম সৈকতের এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শামীম আজাদ পল্লবের প্রত্যক্ষ তত্বাবধানে এই কর্মসূচি পরিচালিত হচ্ছে। যোগাযোগ করা হলে শামীম সৈকত জানান, আমরা আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে আরও ১০০ পরিবারকে সহায়তা প্রদান করার লক্ষ্যকে সামনে রেখে পরিকল্পনা নেয়া হয়েছে। জাতির এই ক্রান্তিলগ্নে তিনি সমাজের সামর্থ্যবানদের নিজেদের সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসার আহবান জানান।

Facebook Comments
Share
  •  
  •  
  •  
  •  
error: Encrypted Content!