উলিপুরে তিন শতাধিক পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

বিভাস প্রতিবেদক:
কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘তারুণ্যের ঐক্য সমাজকল্যাণ সোসাইটি’র উদ্যোগে থেতরাই ইউনিয়নের তিন শতাধিক গরীব, অসহায়, দুঃস্থ ও তিস্তা নদী ভাঙন কবলিত দরিদ্র পরিবারের মাঝে শনিবার ঈদ উপহার বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি আতাউর রহমান, সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাংগঠনিক সম্পাদক ডাঃ রেজাউল করিমসহ সংগঠনের সকল সদস্যবৃন্দ। আরও উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা মন্ডলীর সভাপতি জনাব, মমিন উদ্দিন ব্যাপারী, উপদেষ্টা মন্ডলীর সদস্য বৃন্দ মোকলেছুর রহমান, এনামুল হক (চাঁদ), রুহুল কুদ্দুস মেম্বার, খাইজুর আলী, ফজলুল হক, জনাব আলী, ফারুক হোসেন প্রমুখ।
সংগঠনটির সভাপতি আতাউর রহমান বলেন, ‘পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে অসহায় মানুষের মুখে হাসি ফুটাতে আমাদের হ্মুদ্র প্রয়াসে তিন শতাধিক পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করতে পেরেছি, যা থেতরাই ইউনিয়নে চাহিদার তুলনায় নগন্য। অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমরা সংগঠনের পহ্ম থেকে সমাজের বিত্তবান মানুষের নিকট বিনীত অনুরোধ করছি। সকলের দোয়া ও সহযোগিতায় মানবতার কল্যাণে কাজ করে যাবো ইনশাআল্লাহ।’
উল্লেখ, সংগঠনটি ২০১৯ সালে আত্মপ্রকাশের পর থেকে বিভিন্ন সমাজসেবামুলক কাজ করে আসছে।

Facebook Comments
Share
  •  
  •  
  •  
  •  
error: Encrypted Content!