ফুলবাড়ীতে ইটভাটার বিষাক্ত ধোঁয়ায় ২০ বিঘা জমির ধান চিটা

অনিল চন্দ্র রায়, ফুলবাড়ী:
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়নের নওদাবস ও ফুলবাড়ী সদর ইউনিয়নের নাগদাহ গ্রামে ইটভাটার বিষাক্ত ধোঁয়ায় ধান, ফলমুলের গাছ, বাঁশঝাড় ও সুপারীর ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষতির শিকার হয়েছেন শতাধিক কৃষক ও দিনমজুর পরিবার। ক্ষতিগ্রস্থ কৃষকরা ভাটা মালিকের কাছে ক্ষতিপূরণ দাবী করলেও তারা কালক্ষেপণ করে যাচ্ছেন। এ ব্যাপারে ভুক্তভোগীরা উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।
বৃহস্পতিবার সকালে সরেজমিন দেখা গেছে, উপজেলার খড়িবাড়ী সাইফুর রহমান সরকারী কলেজের নিকটবর্তী এবং বড়ভিটা ইউনিয়নের নওদাবশ গ্রামে অবস্থিত মেসার্স আলতাফ ব্রিকস নামে ইটভাটা থেকে নির্গত ধোঁয়ায় অন্তত ২০ বিঘা জমির ধান চিটা হয়ে গেছে। বাদামী রঙ ধারণ করে ঝরে পড়ছে বিভিন্ন জাতের গাছের পাতা। পুড়ে গেছে বাঁশঝাড়,কলাগাছ ও সুপারী গাছের পাতা ও কান্ড। পরিপক্ক হবার আগেই আম, নারিকেল, সুপারী, লিচুসহ বিভিন্ন ফলের গাছ থেকে ঝরে পড়ছে ফল।
নওদাবস গ্রামের মুকুল চন্দ্র রায়, বিশ্বনাথ রায়, কেচু মামুদ ও তাজুল ইসলামসহ অনেকের ধানক্ষেতের পাশাপাশি বাঁশঝাড়, ফলবতি সুপারী,আম,কাঁঠাল ও লিচু গাছের ফল ঝরে পড়ছে। একই অবস্থা জাহিদুল ইসলাম,ক্ষিতিশ চন্দ্র,কুমার বিশ্বজিৎ ও বাহারউদ্দিনসহ অনেকের।
ওই গ্রামের সুকুমার রায় জানান, ইটভাটার বিষাক্ত ধোঁয়ায় তার আম গাছ ও সুপারী গাছের ফল ঝরে পড়ছে। প্রতি বছরেই ইটভাটা থেকে নির্গত ধোঁয়ায় শতশত কৃষকের ফসলসহ গাছপালা ক্ষতিগ্রস্ত হলেও ভাটা মালিকের বিরুদ্ধে কেউ কথা বলে না।
নাগদাহ ওয়ার্ডের ইউপি সদস্য মোজাম্মেল হক জানান, ভাটার বিষাক্ত ধোঁয়ায় পার্শ্ববর্তী প্রায় দুই কিলোমিটার এলাকার বিভিন্ন প্রজাতির গাছপালা ও ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। বিষয়টি নিয়ে আমি ভাটা মালিকের সাথে কথা বলেছি। কিন্তু তারা গুরুত্ব দিচ্ছেনা।
মেসার্স আলতাফ ব্রিকসের মালিক আলহাজ্ব আলতাফ হোসেন বলেন, গত মাসের ঘূর্ণিঝড়ের সময় ভাটা থেকে নির্গত ধোয়ায় এলাকার কিছু গাছপালা ও ফসলের সামান্য ক্ষতি হয়েছে। যাদের ক্ষতি হয়েছে তাদের ক্ষতিপূরণ দেওয়া হবে।
এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুবুর রশীদ জানান, ইটভাটার বিষাক্ত ধোঁয়ায় ফসল ও গাছপালার ক্ষতির ঘটনা মৌখিকভাবে শুনেছি। মাঠ পর্যায়ের উপ-সহকারী কৃষি কর্মকর্তাকে পাঠিয়ে ক্ষয়ক্ষতি নিরুপণ করে ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ মাছুমা আরেফিন বলেন, ক্ষতিগ্রস্ত এলাকাবাসীর কাছ থেকে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments
Share
  •  
  •  
  •  
  •  
error: Encrypted Content!