চিলমারীতে ভারতের জেলে বন্দি ২৫ বাংলাদেশীর মুক্তির দাবীতে মানববন্ধন

বিভাস প্রতিবেদক:
ভারতের জেলে বন্দি ২৫ বাংলাদেশীকে মুক্তিসহ দেশে ফিরিয়ে আনার দাবীতে মানববন্ধন করেছেন এলাকাবাসী ও আটকদের স্বজনরা। সোমবার বেলা ১১টায় চিলমারী-রমনাঘাট সড়কের মানববন্ধনে বক্তব্য রাখেন, নাহিদ হাসান নলেজ, আটক হানিফ ও আটক মানিকের মা মালঞ্চ বেওয়া, খরিশ উদ্দিনের স্ত্রী রাজেদা বেগম প্রমূখ। আটকদের সবার বাড়ি কুড়িগ্রামের চিলমারী উপজেলায়।
বক্তারা জানান, ভ্রমণ ভিসা নিয়ে ২০১৯ সালের ডিসেম্বর থেকে ২০২০ সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত বিভিন্ন সময় চিলমারীর ২৬ নাগরিক বেড়াতে গিয়ে কেউ জেলেদের সাথে মাছ ধরার কাজ করতেন, অনেকে খামারে শ্রমিকের কাজ করতেন। করোনায় ভারতে ২য় ধাপের লকডাউনে গত ২মে দু’টি মিনিবাসে করে আসাম রাজ্যের জোরহাট জেলা থেকে পশ্চিমবঙ্গের চেংরাবান্ধা চেকপোস্ট দিয়ে বাংলাদেশে ফেরার পথে ৩মে সকালে বাহালপুর এলাকায় ধুবড়ি জেলা পুলিশ আটক করে ৫মে তাদের বিরুদ্ধে পাসপোর্ট জালিয়াতির মামলা দেয়।
এরমধ্যে গত ১ জুলাই পুলিশ হেফাজতে বকুল মিয়া নামে একজন মারা যায়। চারদিন পর মরদেহ পায় পরিবার। এদিকে ভারতের জেলে বন্দি থাকাদের পরিবারগুলো দিন কাটাচ্ছে খুব কষ্টে। যারা উপার্জন করতো তারাই আটকা পড়ে আছে। তাই তাদের মুক্তি চায় পরিবারগুলো।

Facebook Comments
Share
  •  
  •  
  •  
  •  
error: Encrypted Content!