২৪ ঘণ্টায় ৯১ মি.মি বৃষ্টি: ভারী বৃষ্টিতে কুড়িগ্রাম শহরে ফের জলাবদ্ধতা

বিভাস প্রতিবেদক:
ভারী বৃষ্টির কারণে কুড়িগ্রাম শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসকের বাসভবনসহ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় এখনো জমে আছে বৃষ্টির পানি।
রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগার সুত্র জানায়, গত ২৪ ঘণ্টায় জেলায় ৯১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। বৃষ্টির কারণে আমন আবাদ ভালো হবার সম্ভাবনা দেখা দিলেও আগাম রবিশস্যের ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। বিশেষ করে কপি, মুলাসহ শাক সবজির ব্যাপক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
এদিকে কুড়িগ্রাম পৌরসভার ড্রেনেজ ব্যবস্থা নাজুক থাকায় পানি ধীর গতিতে নামছে। ফলে বস্তি, বাসা বাড়ি ও অফিসের আশে পাশে পানি জমেছে। শহরের খলিলগঞ্জ প্রফেসরপাড়া, রৌমারীপাড়া, চর হরিকেশসহ কয়েকটি এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। যাতায়াতের ভোগান্তিতে পড়েছে মানুষ। মঙ্গলবার দিনভর থেমে থেমে বৃষ্টি হয়েছে।
রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র জানান, বুধবারও বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এরপর বৃষ্টিষ্টúাত কমে যাবে বলে জানান তিনি।

Facebook Comments
Share
  •  
  •  
  •  
  •  
error: Encrypted Content!