লাশ চুরি ঠেকাতে কবর পাহারা স্বজনদের

অনিল চন্দ্র রায়, ফুলবাড়ী:
কুড়িগ্রামের ফুলবাড়ীতে বজ্রপাতে কলেজ ছাত্রের মৃত্যুর পর লাশ চুরি ঠেকাতে কবরের পাশে তাবু টাঙিয়ে পাঁচদিন ধরে রাতদিন সমানে পাহারা দিচ্ছেন নিহত ব্যক্তির স্বজনেরা। কবরের পাশে পলিথিন দিয়ে উঠনো তাঁবুর নিচে বসা ও শোয়ার জন্য ব্যবস্থা করা হয়েছে। দেয়া হয়েছে কাঠের তৈরি চৌকি।
শনিবার দুপুরে উপজেলার বড়ভিটা ইউনিয়নের ঘোগারকুটি গ্রামে গেলে কলেজ ছাত্রের কবরের পাশে এমন দৃশ্য দেখা যায়।
লাশ চুরি ঠেকাতে নিহতের স্বজনেরা এ ভাবে তিন মাস পাহারা দিবেন বলে জানিয়েছেন নিহত কলেজ ছাত্রের বাবা শহিদুল ইসলাম, মামা মফিজুল হক, মামি কুলসুম বেগম ও স্থানীয় আশরাফুল ও আনছার আলী।
গত ১লা সেপ্টেম্বর সকালে কলেজছাত্র আরিফুল ইসলাম বৃষ্টির সময় পলিথিন দিয়ে শ্যালোমেশিন ঢাকতে গিয়ে বজ্রপাতে মারা যান।
নিহত আরিফুল ইসলামের বাবার বাড়ি কুড়িগ্রাম সদর উপজেলার কুমোরপুর কদমেরতল গ্রামে। সে ফুলবাড়ী ডিগ্রি কলেজের ছাত্র এবং এইচএসসি পরীক্ষার্থী । আরিফুল ইসলাম শিশু বয়স থেকেই ঘোগারকুঠি গ্রামের নানা বাড়িতে থাকেন এবং এখান থেকেই পড়াশুনা করতেন। নানা বাড়ি থেকে ৩শ গজ দুরে মায়ের ক্রয়কৃত জমিতেই তার মরদেহ দাফন করা হয়।
পালা করে নিহত আরিফুল ইসলামের নানা আজগার আলী, মামা হাফিজুর রহমান, স্বপন ,সোহাগ ও আরিফুলের ছোটভাই আশিকুর রাতদিন জেগে কবর পাহারা দিচ্ছেন। লাশ চুরি ঠেকাতে গত পাঁচদিন ধরে কবর থেকে ১০ গজ দুরে পলিথিন দিয়ে তাঁবু টাংগিয়ে স্বজনেরা পাহারা দিচ্ছেন ।
নিহত আরিফুল ইসলামের মামা মফিজুল হক ও মামি কুলসুম বেগম জানান, বর্তমানে আরিফুলের মা রাহিলা বেগম জর্ডানে রয়েছেন। আরিফুল হঠাৎ বজ্রপাতে মারা যায়। বজ্রপাতে নিহত ব্যক্তির লাশের মাথা কবিরাজী শাস্ত্রে না কি অনেক মূল্যবান । সে জন্য লাশটি চুরির আশঙ্কায় আমরা রাতদিন ভাগিনার কবর পাহারা দিচ্ছি।
এ ব্যাপারে কুড়িগ্রাম সিভিল সার্জন ডাঃ হাবিবুর রহমান বলেন, বজ্রপাতে নিহত ব্যক্তির কঙ্কালে কোনো মূল্যবান জিনিস থাকতে পারে না। এটা কুসংস্কার ও অযৌক্তিক। বজ্রপাতের সঙ্গে নিহত ব্যক্তির কঙ্কালের কোনো সম্পর্ক নেই।

Facebook Comments
Share
  •  
  •  
  •  
  •  
error: Encrypted Content!