নাগেশ্বরীতে দুধকুমার নদ খনন ও বন্যায় ক্ষতিগ্রস্থদের সহায়তার দাবিতে মানববন্ধন

নাগেশ্বরী প্রতিনিধি:
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জে দুধকুমার নদ খনন, বাঁধ সংরক্ষণ ও বন্যায় ক্ষতিগ্রস্থদের সহায়তার দাবিতে মানববন্ধন করেছে দুধকুমার পারের এলাকাবাসী। রবিবার কুড়িগ্রাম জেলায় নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ ইউনিয়ন নতুন স্লুইচগেট সংলগ্ন দুধকুমার নদের পাড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এলাকাবাসী ছাড়াও এতে অংশগ্রহণ করে রেল-নৌ, যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটি, বাংলাদেশ স্বেচ্ছাসেবক ফাউন্ডেশন সহ আরো স্থানীয় অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠন গুলো। মামুনুর রশীদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা গণকমিটির প্রতিষ্ঠাতা সভাপতি তাজুল ইসলাম, আব্দুল কাদের, খন্দকার আরিফ, আব্দুল মান্নান প্রধান, বাংলাদেশ স্বেচ্ছাসেবক ফাউন্ডেশনের কেন্দ্রীয় সমন্বায়ক জাহিদ খান, মোজাফফর হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, দুধকুমর নদ কিছুদিন আগেই খনন হলে নামমাত্র খনন করা হলেও তা এলাকাবাসীর কোন কাজে লাগেনি। বরং চরধাউরারকুটি গ্রামটি এখন বিলীনের পথে। মাঝিটারী থেকে চরধাউরারকুটি পর্যন্ত বিলুপ্তপ্রায় বাঁধটি সংরক্ষণের দাবী জানান তারা। সেই সাথে মানববন্ধন থেকে বন্যা ও নদীভাঙনে ক্ষতিগ্রস্থ পরিবার গুলোর জন্য পুনর্বাসন ও সরকারি সহায়তা দাবী করা হয়।

Facebook Comments
Share
  •  
  •  
  •  
  •  
error: Encrypted Content!