কুড়িগ্রামে কীবোর্ড বাদন কর্মশালা অনুষ্ঠিত

বিভাস প্রতিবেদক:
বাদ্যযন্ত্রীদের দক্ষতা বৃদ্ধি করে কুড়িগ্রামের সংগীতাঙ্গনকে সমৃদ্ধ করার লক্ষ্য নিয়ে কুড়িগ্রামে ‘কীবোর্ড বাদন কর্মশালা’ নামে একদিনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে একাডেমির হল রুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কুড়িগ্রামের জেলা প্রশাসক ও জেলা শিল্পকলা একাডেমির সভাপতি মোহাম্মদ রেজাউল করিম। বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আব্দুল খালেক ফারুক। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন কর্মশালার সমন্বায়ক জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান বাবু ও সহকারী জেলা কালচারাল অফিসার জেবিন তুলি ।
কুড়িগ্রামের বিশিষ্ট সুরকার ও সংগীতজ্ঞ শামসুল ইসলাম সুমন দিনব্যাপী এই কর্মশালায় প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন। কর্মশালায় জেলার ১৫ জন কীবোর্ড বাদক অংশ নেন।

Facebook Comments
Share
  •  
  •  
  •  
  •  
error: Encrypted Content!