কুড়িগ্রামে ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন

বিভাস প্রতিবেদক:
দেশব্যাপী ধর্ষণ, নারীর প্রতি সহিংসতা বেড়ে যাওয়ায় ধর্ষকদের দ্রুত বিচারের আওতায় এনে শাস্তির দাবীতে
কুড়িগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে কুড়িগ্রাম-চিলমারী সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধন করা হয়।
কুড়িগ্রাম সামাজিক প্রতিরোধ কমিটির ব্যানারে মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা মহিলা পরিষদের সভাপতি রওশন আরা চৌধুরী, প্রতিরোধ কমিটির সদস্য সুব্রতা রায়, সাংবাদিক ও লেখক আব্দুল খালেক ফারুক, সিপিবি নেতা কমরেড নুর মোহাম্মদ আনছার, ক্ষেতমজুর সমিতির নেতা দেলোয়ার হোসেন, আক্তারুজ্জমান রাজু, ফাল্গুনি তরফদার, কলি আক্তার প্রমুখ।
বক্তারা দেশব্যাপী ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতা বেড়ে যাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করে নারীর নিরাপত্তা রক্ষায় অবিলম্বে প্রশাসনকে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহনের দাবী জানান।
মানববন্ধনে বিভিন্ন শ্রেণি পেশার নারী,পুরষ ও শিশুরা অংশ নেন।

Facebook Comments
Share
  •  
  •  
  •  
  •  
error: Encrypted Content!